Hindustan Times
Bangla

  এই তেল ভ্রু ঘন করতে সাহায্য করবে, একবার ট্রাই করে দেখুন। 

ক্যাস্টর অয়েল ভিটামিন ই এবং ফ্যাটি অ্যাসিড সমৃদ্ধ, যা ভ্রু বৃদ্ধির জন্য খুবই ভালো বলে মনে করা হয়। 

এটি ব্যবহার করার জন্য, আপনাকে প্রতিদিন তুলোয় তেল লাগিয়ে ভ্রুতে লাগিয়ে হালকা হাতে ম্যাসাজ করতে হবে। 

২০-৩০ মিনিট পর ধুয়ে ফেলুন অথবা সারা রাত রেখে দিন। এক মাসের মধ্যেই আপনি এর প্রভাব দেখতে শুরু করবেন।

আপনার বাড়িতে সহজেই অ্যালোভেরা জেল পাবেন। 

অ্যালোভেরায় উপস্থিত এনজাইম চুলের বৃদ্ধি বাড়ায় এবং ত্বকে পুষ্টি জোগায়। 

এর ব্যবহারের জন্য, তাজা অ্যালোভেরা জেল নিন এবং ভ্রুতে হালকাভাবে লাগান। 

আপনি এটাকে সারা রাত এভাবেই রেখে দিতে পারো।