By Priyanka Bose
Published 22 Apr, 2023
Hindustan Times
Bangla
ক্যাকটাসকেও দিতে হয় জল, বাড়িতে এই গাছ করার ৬ টিপস
শুষ্ক পরিবেশে বেড়ে ওঠে ক্যাকটাস। কাণ্ড এবং শিকড়ে জল সঞ্চয় করে রাখে এই উদ্ভিদ।
এখানকার পরিবেশে কীভাবে নেবেন আপান শখের কাঁটা গাছের যত্ন?
সঠিক কাঁটা গাছ খুঁজে বের করুন
সঠিক উদ্ভিদটি চয়ন করুন এবং এর পাতা স্পর্শ করে বাছাই করুন। এর পাতা দৃঢ়, রসালো এবং অক্ষত হওয়া উচিত।
ড্রেনিং ভালো হবে এমন পাত্রে রাখুন
চ্যাপ্টা ধরনের পাত্র সাকিউলেন্ট বসানোর জন্য উপযোগী। কারণ এই গাছের শিকড় খুব বেশি থাকে না। মাটির পাত্র হলে ভালো হয়। তাতে সহজে জল বেরিয়ে যেতে পারে।
সঠিক মাটি ব্যবহার করুন
বেশি জল সাকিউলেন্টের শত্রু। মাটি আলগা থাকা দরকার তাই মাটি-বালি-পাথরের মিশ্রণ ঠিক হওয়া জরুরি।
পর্যাপ্ত সূর্যালোক
খুব চড়া রোদ অনেক সময়ে পাতার রং নষ্ট করে দেয়। আলো-বাতাস পূর্ণ, অল্প ছায়াযুক্ত জায়গাই সাকিউলেন্টের জন্য একেবারে উপযুক্ত।
যথাযথ জল দিন
রোজ জল না দিয়ে কয়েক দিন অন্তর জল দিন।
ছত্রাকের আক্রমণ থেকে রক্ষা
মাটিতে জমা জলে ছত্রাকের আক্রমণ হতে পারে। মাটি পরিবর্তন করুন সময় মতো। সরাসরি মাটিতে জল দেবেন, পাতার উপরে জল না পড়াই ভালো।
আরও ওয়েব স্টোরিজের জন্য
ক্লিক করুন