Hindustan Times
Bangla

ফেটে পড়ছে মাতৃত্বের গ্ল্যামার, বেবি বাম্পে হাত রেখে নতুন ফটোশ্যুট ইশিতার

শীঘ্রই হতে চলেছেন ইশিতা দত্ত। মেটারনিটি ফটোশুটের নতুন ছবি শেয়ার করেছেন অভিনেত্রী।

ফটোশ্যুটে কালো-সাদা গাউনে ধরা দিয়েছেন ইশিতা

বেবি বাম্পে হাত রেখে অভিনেত্রী লিখেছেন, 'যেখান থেকে সবকিছুর শুরু'।

গত ৩১ মার্চ অভিনেত্রী আনুষ্ঠানিকভাবে ইশিতা এবং অভিনেতা বৎসল শেঠ জানান তাঁরা বাবা-মা হতে চলেছেন।

স্ফীতোদরের একাধিক ছবি পোস্ট করেছেন ইশিতা।

বাঙালি অভিনেত্রী ইশিতার অভিনয় সফর শুরু হয়েছিল কালার্সের মেগা শো ‘রিস্তো কা সৌদাগর-বাজিগর’-এর সঙ্গে। 

অভিনয়ের সূত্রেই বৎসলের সঙ্গে আলাপ ইশিতার। ২০১৭ সালে মুম্বইয়ে চার হাত এক হয় বৎসল-ইশিতার।