Hindustan Times
Bangla

 বসন্ত পঞ্চমীতে এসব ভুলের কারণে রেগে যেতে পারেন মা সরস্বতী! 

জেনে নিন বসন্ত পঞ্চমীতে কী করবেন আর কী করবেন না?

বসন্ত পঞ্চমীর দিন, দেবী সরস্বতীকে যথাযথভাবে পুজো করুন।

আপনার ভক্তি অনুসারে দরিদ্র শিশুদের বই এবং অধ্যয়নের উপকরণ দান করুন। 

এ ছাড়া পুজোর থালিতে লাড্ডু ও মিষ্টি হলুদ ভাত যোগ করুন।  

পুজোর সময় মা সরস্বতীর কাছে প্রার্থনা করুন পড়াশোনায় সাফল্যের জন্য।  

বিশ্বাস করা হয় যে এই জিনিসগুলি দান করলে মা সরস্বতী প্রসন্ন হন। তাঁর কৃপা সবসময় থাকে।

বসন্ত পঞ্চমীর দিনে কাউকে ভুল কথা বলা উচিত নয়। এতে মা সরস্বতী রাগান্বিত হতে পারেন।

বসন্ত পঞ্চমীর পুজোর পরেই খেতে পারেন। এই দিনে উপোসও করে থাকেন অনেকে।

কারও সঙ্গে কথা বলার সময় মিথ্যা বলা উচিত নয়।

কালো রঙের পোশাক পরবেন না।