Hindustan Times
Bangla

২০২৪ সাল প্রায় শেষের পথে। এই বছর কোন কোন লুকে নজর কেড়েছেন আলিয়া সেটারই ঝলক পোস্ট করলেন এদিন। 

এদিন আলিয়াকে রাহার নামে একটি টিশার্ট পরে থাকা ছবি করতে দেখা যায়। 

বাদ দেননি জিম কস্টিউমে ধরা দিতে। 

সোনালি রঙের একটি গাউনে সব থেকে বেশি নজর কেড়েছেন তিনি। 

জিমে কীভাবে কসরত করে নিজেকে ফিট রাখেন সেটাও এদিন দেখিয়েছেন আলিয়া।

এছাড়া একটি সানকিসড ছবিও পোস্ট করেন তিনি। 

সাদা গাউনে পান্ডা সেজে থাকা দুজনের সঙ্গেও দেখা যায অভিনেত্রীকে। 

এছাড়া তাঁকে একটি নো মেকআপ লুকের ছবিও পোস্ট করতে দেখা গিয়েছে। 

বিভিন্ন লুকসের ছবির সঙ্গে তাস খেলার ছবিও পোস্ট করেছেন এদিন তিনি।