By Priyanka Bose
Published 11 Jul, 2023
Hindustan Times
Bangla
শুধু 'জওয়ান'-এর লুক নয়, SRK-এর এই ৮ আইকনিক লুক ২০৫০ সালেও হয়তো মনে রাখবেন দর্শক
'জওয়ান'-এর প্রিভিউতেই বেশ বোঝা গিয়েছে 'পাঠান'-এর পর বক্স অফিসে ফের আগুন লাগাতে আসছেন শাহরুখ খান।
ভরপুর অ্যাকশন, হেলিকপ্টারে মারপিট থেকে মেট্রোর মধ্যে টাক মাথা শাহরুখের নাচ, অ্যাটলির ছবিতে চমকে যাওয়া লুকে দেখা যাবে 'জওয়ান' শহরুখকে।
'পাঠান' ছবিতে কিং খান যেভাবে তার সিক্স-প্যাক ফ্লন্ট করে শার্টলেস হয়েছিলেন তা দেখে সকলেই চমকে গিয়েছেন।
২০০৬ সালে 'ডন' ছবিতে বড় বড় চুলে এই লুকে দেখা মিলেছিল শাহরুখের
'দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে' ছবিতে শাহরুখের এলোমেলো চুল, হাসি এবং লেদারের জ্যাকেট ট্রেন্ডসেটার ছিল
কুল নেকলেস, শেডস এবং একটি কালারফুল টি-শার্ট সহ স্ট্রিট ওয়্যার পোশাকে SRK, অভিনেতার অন্যতম আইকনিক লুক
সাদা শার্ট, সাসপেন্ডার এবং প্লীটেড ট্রাউজারে SRK, টুপি খেলা এবং হাতে হাঁটার লাঠি নিয়ে একটি আকর্ষণীয় লুকে 'দেবদাস' ছবিতে অভিনেতা
শার্টের উপর সোয়েটারের লেয়ারিং, প্রফেসর লুককে 'মোহাব্বতে'-এ ছবি থেকে একটি ট্রেন্ড বানিয়ে ফেলেছিলেন SRK
আরও ওয়েব স্টোরিজের জন্য
ক্লিক করুন