Updated: 05 Feb 2020, 08:45 PM IST
HT Bangla Correspondent
ডিফেন্স এক্সপোর একাদশতম সংস্করণের উদ্বোধন করলেন প্... more
ডিফেন্স এক্সপোর একাদশতম সংস্করণের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ৭০ দেশের প্রতিনিধিরা এই এক্সপোতে এসেছেন। দেশি ৮৫৬টি সংস্থা ও বিদেশি ১৭২ সংস্থার কর্তারাও এই এক্সপোতে এসেছেন তাদের সামগ্রী প্রদর্শন করার জন্য। এক্সপো উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ঘুরে দেখেন তিনি এক্সপো। অ্যাসল্ট রাইফেল হাতে তুলে নিয়ে নিশানাও করেন প্রধানমন্ত্রী।