গল্পের পার্বণে অভিনব লুকে শুভশ্রী
Updated: 01 Mar 2025, 01:41 PM IST Sayani Rana বাংলার বিনোদনকে নতুন মাত্রা দিতে এফভিএফ এবং হইচই নিয়ে এল ‘গল্পের পার্বণ ১৪৩২’। শুক্রবার অনুষ্ঠিত হল এই বিশেষ অনুষ্ঠান। এই অনুষ্ঠানে পোশাকের থিম হিসেবে বেছে নেওয়া হয়েছিল লাল, কালো ও সাদা রঙ। অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায় সাদা পোশাকে ধরা দিয়েছিলেন। তাঁর সাজের অভিনবত্ব নিয়ে চর্চাও কম হয়নি। তাঁর এই বিশেষ লুক প্রসঙ্গে নায়িকা বলেন, 'ওঁদের থিম সাদা, লাল ও কালো। তাই সাদা পোশাক, লাল লিপস্টিক পরেছি।' আর তাঁর বিশেষ হেয়ার স্টাইলের দিকে নির্দেশ করে বলেন, 'কালো'। বিস্তারিত দেখে নিন ভিডিয়োয়।