বাংলা নিউজ >
দেখতেই হবে >
Video: উত্তরাখণ্ডে চিন সীমান্তের কাছে শেষ পোস্টে তুষারপাত শুরু! ১৪ টি গ্রামে নামল তাপমাত্রা
Updated: 06 Oct 2022, 10:33 PM IST
লেখক Sritama Mitra
এই চোখ জোড়ানো ছবি উত্তরাখণ্ডের। সেখানে চিন সীমান্... more
এই চোখ জোড়ানো ছবি উত্তরাখণ্ডের। সেখানে চিন সীমান্তের কাছে শেষ পোস্টে শুরু হয়ে গিয়েছে তুষারপাত। উত্তরাখণ্ডের দারমা উপত্যকায় এই বরফপাতের মনোরম ছবি দু'দিন আগেই ধরা পড়েছে। তুষার জানান দিচ্ছে, ধীরে ধীরে শীতের চাদরে উপত্যকার মুড়ে যাওয়ার সময় আগত। দারমা উপত্যকার ১৪ টি গ্রামে ও ভ্যাস উপত্যকার ৭ টি গ্রামে নেমে গিয়েছে তাপমাত্রা। হিমালয়ের পাদদেশের এই এলাকায় এভাবে তাপমাত্রা নামতে থাকাই কার্যত বার্তা দিচ্ছে যে শীত আসতে দেরি নেই। এলাকার মানুষ ধীরে ধীরে উপত্যকার নিচের দিকে এসে বসবাস শুরু করছেন। আর তার কারণ এই প্রবল ঠাণ্ডা।