বাংলা নিউজ >
দেখতেই হবে > Chaos in SP Rally: অখিলেশের সভায় ছোড়াছুড়ি হল চেয়ার-জুতো, মাইকের গোছা টেনে নামানোর চেষ্টা, দলীয় কর্মীদের ঘিরে ধুন্ধুমার
Chaos in SP Rally: অখিলেশের সভায় ছোড়াছুড়ি হল চেয়ার-জুতো, মাইকের গোছা টেনে নামানোর চেষ্টা, দলীয় কর্মীদের ঘিরে ধুন্ধুমার
Updated: 21 May 2024, 06:35 PM IST Sritama Mitra সভা চলছিল উত্তর প্রদেশের আজমগড়ে। সমাজবাদী পার্টির এই সভায় ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়। ঘটনার সময় মঞ্চে দলীয় খোদ অখিলেশ যাদব ও তাঁর স্ত্রী ডিম্পল। আর ডিম্পল অখিলেশের সামনেই ঘটে গেল ভয়ঙ্কর কাণ্ড। জানা গিয়েছে, পুলিশ ও পার্টিকর্মীদের সংঘাতের জেরেই এই ঘটনা। এদিকে, দেখা যাচ্ছে, পরিস্থিতি শান্ত করতে উদ্যোগ নেন অখিলেশ যাদব নিজে। অন্যদিকে, দর্শকাসনে তখন ধুন্ধুমার পরিস্থিতি। লাউড স্পিকারের স্ট্যান্ড টেনে নামাতে চেষ্টা করেন কেউ কেউ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হয় প্রশাসনকে।