এই ভিডিয়ো পোস্ট করেছে ভারতে অবস্থিত রুশ দূতাবাস। সেখানে দেখা যাচ্ছে, 'গদর ২' ছবির বিখ্যাত গান 'ম্যায় নিকলা গাড্ডি লেকে'এর সঙ্গে রুশ নাচের তালে মেতেছেন অনেকে। ভিডিয়োয় এক রুশ ব্যক্তিকে বাইক নিয়ে প্রবেশ করতেও দেখা যাচ্ছে। ভিডিয়োর সঙ্গে রুশ দূতাবাস জানায় ভারতকে প্রজাতন্ত্র দিবসের শুভেচ্ছা। সঙ্গে পোস্টের শেষে লেখা রয়েছে 'উইথ লাভ ফ্রম রাশিয়া'।