বাংলা নিউজ >
দেখতেই হবে > Raveena-Rasha: মেয়েকে নিয়ে কুম্ভে, গুরুর থেকে আশীর্বাদ নিলেন, যজ্ঞতেও সামিল রবিনা ট্যান্ডন
Raveena-Rasha: মেয়েকে নিয়ে কুম্ভে, গুরুর থেকে আশীর্বাদ নিলেন, যজ্ঞতেও সামিল রবিনা ট্যান্ডন
Updated: 28 Feb 2025, 11:41 PM IST লেখক Ranita Goswami #raveenatandon #mahakumbhmela2025 #sadhviji #prayagraj চলতি সপ্তাহের শুরুতে, মহা শিবরাত্রি উপলক্ষে, অনেক তারকাই ২০২৫ সালের মহা কুম্ভমেলায় যোগ দিতে উত্তর প্রদেশের প্রয়াগরাজে উড়ে যান। বলিউডের খিলাড়ি অক্ষয় কুমার একাই সেখানে ভ্রমণ করেছিলেন, অন্যদিকে ক্যাটরিনা কাইফের সঙ্গে ছিলেন স্বামী ভিকি কৌশলের মা, অর্থাৎ তাঁর শাশুড়ি বীণা কৌশল। ত্রিবেণী সঙ্গমে পবিত্র স্নানও সারেন তাঁরা। আর এবার রবিনা ট্যান্ডন ও তাঁর মেয়ে রাশার কুম্ভে স্নান ও গুরুজির আশ্রমে গিয়ে আশীর্বাদ নেওয়ার সোশ্যাল মিডিয়ায়।