Rath Yatra 2022: পুরীর শিল্পী বানালেন দেশলাইয়ের রথ, অবাক হবেন আপনিও!
পুরীর বাসিন্দা শাশ্বত রঞ্জন সাহু বানিয়ে ফেলেছেন দেশলাই কাঠি দিয়ে তাক লাগানো রথ। রথযাত্রার আগে জগন্নাথধামে প্রস্তুতি ঘিরে প্রবল উত্তেজনা। এদিকে, পুরীরই এক কোণে নিজের মতো করে রথ গড়ছেন শাশ্বত। ৪,৮৩০ টি দেশলাই কাঠি দিয়ে এই রথ তৈরি করা হয়েছে। শিল্পী বলছেন তিন দেবদেবীর জন্য এমন রথ তৈরি করতে তাঁর ১৮ দিন সময় লেগেছে। শুধু রথ তৈরি করেই তিনি খান্ত নন! তাতে চলছে অসামান্য কারকার্য। নিজের শিল্প ভাবনায় আপাতত মেতে রয়েছেন শাশ্বত।