ফিট থাকতে নিয়মিত করলা-অ্যালোভেরার রস খান রচনা!
- দিদি নম্বর ওয়ানে খেলতে আসা সাধারণ মানুষ থেকে তারকারা অনে কেই অনেক সময় বলে থাকেন যে এত বছর ধরে রচনা বন্দ্যোপাধ্যায় এই শো সঞ্চালনা করছেন, অথচ তাঁর এতটুকু বদল কোথাও দেখা যায়নি। কিন্তু কেন? কোন কারণ রয়েছে তাঁর ফিট থাকার নেপথ্যে? এদিন সেটাই প্রকাশ্যে আনলেন অভিনেত্রী।