Updated: 25 Nov 2020, 07:20 PM IST
HT Bangla Correspondent
দুই ন্যাশনাল পার্কের করিডরে রাস্তা বদলে লোকরণ্যে এল রয়াল বেঙ্গল টাইগার। প্রবল দাপটের সঙ্গে সাধারণ মানুষকে তাড়া করে তাদের আহত করল সে। আতঙ্কে ছুটলেন বাকিরা। এই ভিডিও এখন ভাইরাল গোটা অসম জুড়ে।
তেজপুর বিশ্ববিদ্যালয়ের কাছে কাজিরাঙ্গা ও নামেরি ন্যাশনাল পার্কের করিডর থেকে দিকভ্রষ্ট হয়ে এই বাঘটি। জিয়া ভারালি অঞ্চলে বাঘটি দুজনকে আহত করে মঙ্গলবার। পুরো এলাকায় ১৪৪ ধারা জারি করা হয় বলে জানিয়েছেন কাজিরাঙ্গা ন্যাশনাল পার্কের ডিরেক্টর পি শিবা কুমার। তিনি আশা প্রকাশ করেন যে বাঘটি নামেরির দিকে চলে যাবে কোনও আর সমস্যা না করে।