Updated: 19 Aug 2020, 03:23 PM IST
HT Bangla Correspondent
মারাত্মক বৃষ্টিতে ভেসে যাচ্ছে জয়পুরের অ্যালবার্ট হলের বেসমেন্ট। সেখান থেকে কোনও ভাবে উদ্ধার করা হল ২৪০০ বছরের প্রাচীন মমি। সেখানে একটি কাঁচের বাক্সের মধ্যে রাখা ছিল এই মমিটি।
প্রসঙ্গত, গত ১৪ অগস্ট ভারী বর্ষণের পর বেসমেন্টে জল প্রবেশ করে। মিউজিয়াম কর্মীদের কাছে মমিটাকে উদ্ধার করার জন্য গ্লাসের বাক্সটি ভাঙা ছাড়া কোনও উপায় ছিল না। মমিটিকে বাঁচানো গেলেও ওটার আশেপাশে রাখা সমস্ত দ্রব্যের মধ্যে জল ঢুকে গিয়েছে। সবমিলিয়ে মোট ১৭,০০০ প্রাচীন সামগ্রী ক্ষতিগ্রস্ত হয়েছে। বড় ফ্যান ও হ্যালোজেন আলোর সাহায্য নিয়ে শুকিয়ে ফেলার চেষ্টা করা হচ্ছে।
জয়পুর জাদুঘরে ২০১৬ সাল থেকে এই মমিটি প্রদর্শিত আছে। খ্রীষ্টপূর্ব ৩২২ থেকে ২০ খ্রীষ্টপূর্বের মধ্যে এক পুরোহিত পরিবারের মহিলা সদস্য টুটুর মমি এটি। জয়পুরের রাজা সওয়াই ঈশ্বর কায়রো থেকে ১৮৮৭ সালে এই মমিটি আনিয়েছিলেন।