Updated: 14 Nov 2020, 03:34 PM IST
লেখক Ayan Das
উরি থেকে গুরেজ পর্যন্ত একাধিক সেক্টরে যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করেছিল পাকিস্তান। ভারতীয় সেনা সূত্রে খবর, সেই হামলায় উরি সেক্টরে দু'জন এবং গুরেজ সেক্টরে এক ভারতীয় সেনা প্রাণ হারান। মৃত্যু হয় তিনজন সাধারণ নাগরিকের। আহত হন কয়েকজন। তাঁদের হাসপাতালে ভরতি করা হয়েছে। কোনওরকম প্ররোচনা ছাড়াই সেই হামলার পালটা জবাব দেয় ভারতীয় সেনা। তাতে দু'তিনজন স্পেশাল সার্ভিস গ্রুপ (এসএসজি) কমান্ডার-সহ পাকিস্তান সেনার কমপক্ষে আটজনের মৃত্যু হয়েছে। উড়িয়ে দেওয়া হয় পাকিস্তান সেনার ছাউনি, জঙ্গিদের লঞ্চপ্যাড। দেখে নিন ভারতের আক্রমণে কীভাবে উড়িয়ে গেল পাকিস্তানের বাঙ্কার -