Updated: 01 Jun 2020, 09:44 PM IST
HT Bangla Correspondent
পূর্ব লাদাখে যে ভারত-চিন সেনা কার্যত সম্মুখ সমরে, এই নিয়ে পাঁচটি প্রশ্ন ছুঁড়ে দিল কংগ্রেস।
কয়েক দিন আগে রাহুল গান্ধী বলেছিলেন, লাদাখে হচ্ছেটা কী। স্পষ্ট করে বলুক কেন্দ্র। এদিন সেই কথারই সূত্র ধরে কংগ্রেস বলে যে রাজনৈতিক দল ও দেশবাসীকে মোদী সরকারের জানানো উচিত, এই মুহূর্তে ওখানে পরিস্থিতি কী। একই সঙ্গে দেশের সার্বভৌমত্ব নিয়ে যে কোনও আপোষ করা চলবে না, সেটাও মোদী সরকারকে মনে করিয়ে দেন কংগ্রেস মুখপাত্র রণদীপ সুরজেওয়ালা।
প্রসঙ্গত ভারত-চিন উভয় পক্ষই জানিয়েছে যে কূটনৈতিক ও সামরিক স্তরে কথা চলছে পরিস্থিতিকে শান্ত করার জন্য। লাদাখে যে পরিস্থিতি ঘোরালা, সেটা ঠারেঠোরে স্বীকার করে নিয়েছেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং।