Updated: 30 Apr 2020, 10:20 PM IST
HT Bangla Correspondent
করোনা জর্জরিত অর্থনীতিকে কী ভাবে চালু করা যায়, তার জন্যে শলা-পরামর্শ করলেন প্রধানমন্ত্রী। বৈঠকে ছিলেন অমিত শাহ, নির্মলা সীতারামন, পীযূষ গোয়েল, অনুরাগ ঠাকুর। লগ্নিকারীদের যাতে দেশে ব্যবসা শুরু করতে সমস্যা না হয়, তার জন্য অর্থমন্ত্রককে আরও সক্রিয় ভূমিকা নিতে বলেন মোদী।
দ্রুত যাতে ইচ্ছুক লগ্নিকারীরা কেন্দ্রীয় ও রাজ্যের প্রয়োজনীয় ছাড়পত্র পান, সেটা নিশ্চিত করতে বলেন মোদী। প্রধানমন্ত্রী বলেন যে বর্তমানে মজুত পরিকাঠামো ও আর্থিক সামর্থ্যের মধ্যেই কী করে দেশী-বিদেশি লগ্নি আকর্ষণ করা যায়, সেটা দেখা দরকার। রাজ্যগুলিকে নিজেদের রণনীতি তৈরী করার ওপরেও জোর দেন তিনি।