Updated: 07 May 2020, 06:40 PM IST
HT Bangla Correspondent
আচমকা খাবারে স্বাদ পাচ্ছেন না। বা কোনও গন্ধ পাচ্ছেন না। এটা করোনার চিহ্ন হতে পারে বলে উঠে এসেছে মার্কিন যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়ার রিপোর্টে।
এর আগে করোনার চিহ্ন হিসাবে জ্বর, শুকনো কাশি, নিশ্বাসের কষ্টকে চিহ্নিত করেছে বিশেষজ্ঞরা। কিন্তু এই রিপোর্ট অনুযায়ী আচমকা যদি আপনার জিভ ও কানের ইন্দ্রিয় শিথিল হয়ে পড়ে, সেটি করোনার চিহ্ন হতে পারে। সেই পরিস্থিতিতে হোম কোয়ারেন্টাইন করে করোনা পরীক্ষা করে নেওয়াই কাম্য। বিশেষত এটি প্রযোজ্য যারা কোভিড যোদ্ধা,তাদের জন্য।
যারা ঘ্রাণের অনুভুতি পাচ্ছেন না, অন্যদের থেকে তাদের দশগুন সম্ভাবনা বেশি করোনা পজিটিভ হওয়ার বলে রিপোর্টে উঠে এসেছে। তবে অধিকাংশ ক্ষেত্রেই এখানে ভাইরাসের প্রভাব তেমন জোরালো নয় ও কয়েক সপ্তাহ বাদেই আক্রান্তরা ফের ঘ্রাণ ও স্বাদের ক্ষমতা ফিরে পেয়েছেন।