Updated: 01 May 2020, 01:33 PM IST
HT ComSupport
ভারতের পথেই হাঁটল ব্রিটেন। করোনা যোদ্ধাদের হাততালি দিয়ে অভিবাদন জানাল দেশবাসী। তাতে যোগ দিলেন খোদ ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন।
কয়েকদিন আগেই নিজে করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন বরিস। একসময় রীতিমত আশঙ্কাজনক অবস্থা ছিল তাঁর। স্বাস্থ্যকর্মীদের অক্লান্ত পরিশ্রমে এখন যদিও সুস্থ তিনি।
তাই ১০ ডাউনিং স্ট্রিটের থেকে বেরিয়ে হাততালি দিয়ে নিজের কৃতজ্ঞতা প্রকাশ করলেন তিনি। এর মধ্যেই জনসন জানিয়েছেন যে করোনার চূড়া পেরিয়েছে দেশ। এবার ধীরে ধীরে কমবে আক্রান্তের সংখ্যা। ব্রিটেনে করোনা আক্রান্ত ১.৭১ লক্ষ, মারা গিয়েছে ২৬ হাজার।