বাংলা নিউজ >
দেখতেই হবে >
চলন্ত ট্রেন থেকে পড়ে মর্মান্তিক পরিস্থিতির দিকে যাচ্ছিলেন যাত্রী! শেষে কী ঘটল?
Updated: 25 Jan 2022, 11:08 PM IST
লেখক Sritama Mitra
এক বড়সড় বিপদ থেকে রক্ষে পেলেন এই ট্রেন যাত্রী। এ... more
এক বড়সড় বিপদ থেকে রক্ষে পেলেন এই ট্রেন যাত্রী। এই ঘটনা মহারাষ্ট্রের ভাসাই স্টেশনের। সেখানের সিসিটিভি ফুটেজের মাধ্যমে উঠে এসেছে হাড়হিম করা ঘটনা। দেখা যাচ্ছে, স্টেশন ছেড়ে ট্রেনটি বেরিয়ে যাচ্ছিল। আর সেই চলন্ত ট্রেন থেকে আচমকা এক যাত্রী পড়ে যান। আশঙ্কা বাড়িয়ে তিনি রেল ট্র্যাকের দিকে সরে যেতেই মুহূর্তে ছুটে আসেন এক আরপিএফ জওয়ান। উপস্থিত কয়েকজনের তৎপরতায় একটুর জন্য রক্ষা পান ওই রেলযাত্রী।