১০ ফেব্রুয়ারি, সোমবার থেকে শুরু হল মাধ্যমিক পরীক্ষা। মাধ্যমিক পরীক্ষার জন্য সমস্ত স্কুলেই বিশেষ বিশেষ ব্যবস্থা করা হয়েছে। দক্ষিণ ২৪ পরগনার মৌসুনি এলাকার মাধ্যমিক পরীক্ষার্থীরা বিনামূল্যে নৌকোয় নদী পাড় হয়ে পরীক্ষা কেন্দ্রে পৌঁছেছে। ছাত্রছাত্রীদের সুবিধা অসুবিধার কথা মাথায় রেখেই গ্রাম পঞ্চায়েতের ওই উদ্যোগ। রাজ্যের এই মেগা পরীক্ষার দিন বাংলার পরীক্ষার্থীদের নিরাপত্তার দিকে খেয়াল রাখার পাশাপাশি গোলাপ ফুল, পেন দিয়ে তাদের শুভেচ্ছা জানাতে ভোলেনি বেশ কয়েকটি জেলা পুলিশ। ওদিকে বাঁকুড়া, পুরুলিয়া, জলপাইগুড়ির জঙ্গল লাগোয়া গ্রাম থেকে পরীক্ষার্থীদের নিরাপদে পরীক্ষা কেন্দ্রে নিয়ে যাওয়ার ব্যবস্থা করেছে বন দফতরও। চলছে কড়া নজরদারি।