কিয়ারা আডবানিকে শনিবার মুম্বাই বিমানবন্দরে দেখা গেল একদম বস লেডি-র অবতারে। স্বামী সিদ্ধার্থ মালহোত্রার পরিবারের সাথে দ্বিতীয় করবা চৌথ উদযাপন করতে দিল্লি উড়ে গিয়েছেন নায়িকা। যদিও সঙ্গে ছিলেন না তারকা-স্বামী। ৩৩ বছর বয়সী এই অভিনেত্রী এদিন ফের তাঁর স্টাইল দিয়ে বাজিমাত করলেন। এয়ারপোর্টে ট্র্যাডিশনাল পোশাক চটকদার ব্লেজারে নিখুঁত লুকে ধরা দিলেন কিয়ারা। ভক্তরা অধীর আগ্রহে তার করওয়া চৌথ লুকের জন্য অপেক্ষা করছে। রবিবার চাঁদের মুখ দেখে উপবাস ভাঙবেন বলিউডের এই সুন্দরী।