১৪৪ বছর পর একবার আসে এই যোগ, তাই এবার মহাকুম্ভে পুণ্যস্ননের সুযোগ হাতছাড়া করতে চাইছেন না প্রায় কোনও তারকাই। বাদ নেই বলিপাড়াও। ২৪ ফেব্রুয়ারি, সোমবার শাশুড়ি মাকে নিয়ে মহাকুম্ভে পৌঁছেছিলেন ক্য়াটরিনা কাইফ। এদিন আধ্যাত্মিক গুরু স্বামী চিদানন্দ সরস্বতী এবং সাধ্বী ভগবতী সরস্বতীর কাছ থেকে আশীর্বাদ নেওয়া ছাড়াও ক্যাটরিনাকে তাঁর শাশুড়িমায়ের সঙ্গে মিলে মহাকুম্ভে পূজাপাঠে অংশ নিজেও দেখা যায়। আবার, এদিন ক্য়াটরিনাকে শাশুড়ি মা-এর সঙ্গেই কুম্ভের জলে ডুব দিয়ে স্নান করতেও দেখা যায়। সেসময় অভিনেত্রীর সঙ্গেই ছিলেন পরমার্থ নিকেতন আশ্রমের সাধুসন্তরাও।