'জঙ্গিদের কোনও ধর্ম-জাত নেই', পহেলগাঁও নিয়ে কড়া বার্তা জুনের
Updated: 26 Apr 2025, 11:30 AM IST Sayani Rana ২২ এপ্রিল কাশ্মীরের বৈসরন উপত্যকায় জঙ্গি হানায় নিহত হয়েছেন অন্তত ২৬ জন। ২৫ জন ভারতীয়। একজন বিদেশি (নেপালি)। মারার আগে ধর্মীয় পরিচয় জেনে তাঁদের গুলি করা হয়েছে। এমন নিন্দনীয় ঘটনায় ক্ষোভে ফুঁসছে গোটা দেশ। ঘটনার তীব্র নিন্দা করেছেন তারকারাও। এই ঘটনা নিয়ে সরব অভিনেত্রী -সাংসদ জুন মালিয়াও। বিস্তারিত দেখে নিন ভিডিয়োয়।