Updated: 02 Oct 2022, 04:35 PM IST
লেখক Tulika Samadder
Nusrat Jahan Durga Puja Video: দুর্গা পুজোয় বরাবরের মতো এবারেও মহা সমারোহে দেখা মিলল টলিউডের অভিনেত্রী নুসরত জাহানের। তিনি বরাবরই সর্বধর্ম সমন্বয়ে বিশ্বাসী। তাই যেমন ইদ পালন করেন তেমন দিওয়ালিও, দুর্গা পুজোয় ঢাকে কাঠি দেন আর বড়দিনে পালন করেন যিশুর জন্মদিন। কোনওরকম কটাক্ষই তাঁকে আটকাতে পারে না।