বুধবারও মিলল না জামিন, লক্ষ্মীবারে কি ভাগ্য বদলাবে আরিয়ানের?
বৃহস্পতিবার ফের বম্বে হাইকোর্টে হবে আরিয়ানের জামিনের শুনানি। বুধবার দুপুর ৩.৫০ নাগাদ শুরু হয়েছিল এই মামলা। আরিয়ানের হয়ে এদিন কোর্টে সওয়াল করেন মুকুল রোহাতগি। তবে, সময়ের অভাবে শুনানি মুলতুবি রাখেন বিচারপতি নীতিন সাম্বরে। আরিয়ানের পাশাপাশি এদিন জামিন পিছিয়েছে মুনমুন ধমেচা ও আরিয়ানের বন্ধু আরবাজ মার্চেন্টেরও।