দমদম লোকসভা কেন্দ্রের অন্তর্গত বরানগর বিধানসভার রবীন্দ্রনগর এলাকায় বিকেসি কলেজের পাশে ৬২ নম্বর বুথের ১০০ মিটারের মধ্যে তৃণমূল কংগ্রেস ক্যাম্প করেছে বলে অভিযোগ। এই খবর পেয়ে ঘটনাস্থলে যান দমদম কেন্দ্রের বিজেপি প্রার্থী শীলভদ্র দত্ত। তিনি এলাকায় পৌঁছতেই তাঁকে ঘিরে গো ব্যাক স্লোগান দিতে থাকেন তৃণমূল নেতাকর্মীরা।