বাংলা নিউজ >
দেখতেই হবে >
ভিন রাজ্যের শ্রমিকদের ভিটেয় ফেরা রুখতে কেন্দ্রের নির্দেশিকা, মিলবে কী সুফল?
Updated: 30 Mar 2020, 12:08 PM IST
HT Bangla Correspondent
লকডাউন অমান্য করে নিজেদের রাজ্যে ফিরতে আগ্রহী দিনম... more
লকডাউন অমান্য করে নিজেদের রাজ্যে ফিরতে আগ্রহী দিনমজুররা। এই সমস্যা বিশেষ ভাবে মাথাচাড়া দিয়ে উঠেছে দিল্লিতে। তবে মুম্বই, বেঙ্গালুরু সহ অন্যান্য বড় শহরেও এখন শ্রমিকদের বাড়ি ফেরার ঢল। এটি রুখতে নির্দেশিকা জারি করেছে কেন্দ্র। রাজ্যগুলিকে নিজের বর্ডার সিল করতে হবে, শ্রমিকদের থাকা-খাওয়ার ব্যবস্থা করতে হবে। এর পরেও কেউ যদি নিজের গ্রামে ফিরতে পারে, তাঁকে বাধ্যতামূলক কোয়ারেন্টাইনে পাঠাতে হবে। এই সব পদক্ষেপে আদৌ কি মিলবে সুফল, ঝুঁকি থেকে যাচ্ছে কোথায়, দেখুন ভিডিও-