বাংলা নিউজ >
দেখতেই হবে >
#HTLS 2019 : ঝড়ের মধ্যে একহাতে ঝুলে, পিঠে আঘাত, বাঁচার কাহিনি শোনালেন অভিলাষ
Updated: 06 Dec 2019, 03:13 PM IST
HT Bangla Correspondent
২০১৮ সালে গোল্ডেন গ্লোব রেসে অংশগ্রহণ করেছিলেন ভার... more
২০১৮ সালে গোল্ডেন গ্লোব রেসে অংশগ্রহণ করেছিলেন ভারতীয় নৌবাহিনীর কমান্ড্যার অভিলাষ টমি। সেই সময় ঝড়ের মুখে পড়েন তিনি। বোটের মাস্তুলে কোনওভাবে একহাত ধরে ঝুলে ছিলেন। পরে সেখান থেকে পড়ে গিয়ে শিরদাঁড়ায় চোট লাগে। সেই অবস্থাতেই ৭২ ঘণ্টা একা ছিলেন। পরে তাঁকে উদ্ধার করা হয়। হিন্দুস্তান টাইমস লিডারশিপ সামিটে সেই বেঁচে থাকার কাহিনি শোনালেন অভিলাষ।