দিল্লিতে স্কুলের কাছে বিস্ফোরণের CCTV ফুটেজ প্রকাশ্যে, কী দেখা গেল?
Updated: 23 Oct 2024, 03:27 PM IST Sritama Mitra দিল্লিতে রোহিনী এলাকায় এক বিস্ফোরণের জেরে ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়। যদিও তাতে হতাহত কেউ হননি, তবে এই বিস্ফোরণে স্কুলের দেওয়াল, একটি গাড়ি ও একটি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে। তদন্তে নেমেছে পুলিশ, এনআইএ, এনএসজি। আপাতত ঘটনাস্থল থেকে পাওয়া সাদা পাউডার ঘিরে ঘনাচ্ছে রহস্য।