Video: বিয়ের মঞ্চে বরকে ঠাঁটিয়ে থাপ্পড় কনের! এরপর কী হল?
আর চার পাঁচটা বিয়ে বাড়ির মতোই এই বিয়েতেও ছিল ধুমধাম। রাতে আসর জমেছিল মালাবদল অনুষ্ঠান ঘিরে। এমন সময় নিজের হবু স্ত্রীকে মালা পরাতে যাচ্ছিলেন বর। আর তখনই স্ত্রীর তরফ থেকে এল জোরালো থাপ্পড়। সকলের সামনে বিয়ের মঞ্চে বরকে ঠাঁটিয়ে থাপ্পড় মারলেন কনে। দৃশ্য ক্যামেরাবন্দি হতেই তা ভাইরাল হয়। এমন ঘটনা ঘটেছে উত্তরপ্রদেশের হামিরপুরের চামারি গ্রামে। তবে থাপ্পড় কেন মারলেন কনে, তার উত্তর এখনও মেলেনি। যদিও জানা গিয়েছে, দুই পরিবার পরবর্তীকালে আলাপ আলোচনা করে সমস্যা মিটিয়ে নিয়েছে।