Bipasha-Karan: ১২ নভেম্বর এক বছরে পা রাখবে বিপাশা বসু এবং করণ সিং গ্রোভারের একরত্তি মেয়ে দেবী। মেয়ের জন্মদিনের আগে আগে একরত্তিকে নিয়ে মলদ্বীপে উড়ে গিয়েছেন বলিউডের তারকা দম্পতি। বিমানবন্দর, ট্রাভেলের নানা মিষ্টি মুহূর্ত থেকে নির্জন দ্বীপে হোটেলে প্রবেশের ঝলক নেটমাধ্যমের পাতায় শেয়ার করেছেন বিপাশা। দেখুন মন ভালো করা সেই ছবি-