মহালয়ায় জলমগ্ন ঘাটালে 'দুয়ারে নদী', বাড়ির সামনে হাঁটু জলে দাঁড়িয়ে তর্পণ ঘাটালে
বন্যার সৌজন্যে দুয়ারে নদী তাই বাড়ির সামনে দাঁড়িয়েই চলছে পিতৃ তর্পণ। আজ সকালে ঘাটালে দেখা যায় এই দৃশ্য। বন্যার কারণে এই বছর তর্পণের ছবিটা পাল্টেছে ঘাটালে। অন্যান্য বছর ঘাটালবাসীদের শিলাবতী নদীতে তর্পণ করতে যেতে হয়। তবে এবছর বন্যার জলে প্লাবিত ঘাটালের বিস্তীর্ণ এলাকা। বন্যার কারণে বাড়ির সামনেই বন্যার জলে দাঁড়িয়ে চলছে পিতৃ তর্পণ।