পশ্চিমবঙ্গে কি মুখ্যমন্ত্রী পদপ্রার্থী ঘোষণা করবে বিজেপি? আপডেট দিলেন কৈলাস
Updated: 21 Jan 2021, 05:06 PM IST HT Bangla Correspondent কিছুদিন আগেই বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ বলেছিলেন যে শেষপর্যন্ত মুখ্যমন্ত্রী হবেন দিলীপ ঘোষ। এই নিয়ে হইচই পড়ে যায়। দলের অভ্যন্তরীণ বৈঠকে বেফাঁস কথা বলার জন্য সৌমিত্রকে কিছু কথাও শুনতে হয় বলে সূত্রের খবর। এবার অবশ্য বিজেপির তরফ থেকে বলে দেওয়া হল যে তারা কোনও ভাবী মুখ্যমন্ত্রীর কথা আগে থেকে ঘোষণা করবে না। এই কথা জানালেন বিজেপির নেতা তথা রাজ্যের দায়িত্বপ্রাপ্ত কৈলাস বিজয়বর্গীয়। তিনি বলেন যে ভোটের পর, জয়যুক্ত বিধায়কদের সঙ্গে কথা বলেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। কয়েকদিন আগে মমতা বলেছিলেন যে নকশালদের থেকেও বিপজ্জনক বিজেপি। সেই নিয়ে এদিন মুখ্যমন্ত্রীকে একহাত নেন কৈলাস। তিনি বলেন যে মানুষ সব দেখছে ও মমতার থেকে সার্টিফিকেটের দরকার নেই।