বাংলা নিউজ >
দেখতেই হবে >
পুলিশের সামনে হাজিরা কমল হাসানের, শ্যুটিং সেটে দুর্ঘটনা প্রসঙ্গে রেকর্ড হল বয়ান
Updated: 03 Mar 2020, 08:18 PM IST
HT Bangla Correspondent
কমল হাসানের আসন্ন ছবি ইন্ডিয়ান টুয়ের শ্যুটিং সেট... more
কমল হাসানের আসন্ন ছবি ইন্ডিয়ান টুয়ের শ্যুটিং সেটে ভয়ঙ্কর দুর্ঘটনার পর প্রায় দু সপ্তাহ পেরিয়েছে। নিশ্চিত মৃত্যুর হাত থেকে অল্পের জন্য প্রাণে বেঁচে ছিলেন কমল হাসান। মঙ্গলবার সেন্ট্রাল ক্রাইম ব্রাঞ্চের সামনে হাজিরা দিলেন কমল হাসান। এদিন ঘটনা প্রসঙ্গে নিজের বয়ান রেকর্ড করান অভিনেতা। গত ২০ ফেব্রুয়ারি চেন্নাইয়ের ইভিপি ফিল্ম সিটিতে ইন্ডিয়ান টুয়ের শ্যুটিং চলাকালীন একটি ক্রেন আচমকা ১৫০ ফুট উপর থেকে ভেঙে পড়লে মৃত্যু হয় তিন টেকনিশিয়ানের। আহত হন প্রায় ১০ জন। নিহতদের পরিবারকে ব্যক্তিগতভাবে এক কোটি টাকা করে আর্থিক সাহায্য করেছেন কমল হাসান।