বাংলা নিউজ >
দেখতেই হবে >
Video: ৭৩ তম প্রজাতন্ত্র দিবসে আটারি-ওয়াঘা সীমান্তে আয়োজিত হল 'বিটিং রিট্রিট
Updated: 26 Jan 2022, 07:49 PM IST
লেখক Sritama Mitra
ঐতিহ্যের সঙ্গে পালিত হচ্ছে দেশের ৭৩ তম প্রজাতন্ত্র দিবস। কোভিড আবহে ২০২২ সালের প্রজাতন্ত্র দিবস ঘিরে বহু বিধি মেনে দেশের নানান প্রান্তে আয়োজিত হয়েছে প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠান। প্রজাতন্ত্র দিবসের বিকেলে ভারত ও পাকিস্তানের আটারি-ওয়াঘা সীমান্তে দেখা গেল 'বিটিং রিট্রিট'। পঞ্জাবের অমৃতসরের কাছে ভারত-পাক সীমান্তে এই বিটিং রিট্রিট ঘিরে দর্শকের উচ্ছ্বাস ছিল চোড়ে পড়ার মতো। উল্লেখ্য,১৯৫৯ সাল থেকে আটারি-ওয়াঘা সীমান্তে এই বিটিং রিট্রিট অনুষ্ঠান আয়োজিত হয়ে আসছে। ২০২২ সালের প্রজাতন্ত্র দিবসেও সেই পরম্পরা ধরে রাখা হল। এর আগে, প্রজাতন্ত্র দিবসের সকালে ভারত ও পাকিস্তানের সেনার মধ্যে শুভেচ্ছা ও মিষ্টি বিনিময় করা হয়।