Pregnant elephant killed
সেরা খবর
সেরা ভিডিয়ো

কেরালার মালাপ্পুরমে পশুদের ওপর অত্যাচারের এক বিভত্স ঘটনায় মারা গেল এক গর্ভবতী হাতি। মে মাসের ২৭ তারিখ এই ঘটনা হয়েছে, কিন্তু এখন এই খবর সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। একটি হাতিকে আনারসের ভেতরে বাজি ভরে খেতে দিয়েছিল স্থানীয়রা।
হাতিটি সেই ফল খেতে যায়। মুখে ফাটে বাজি। প্রচন্ড কষ্ট নিয়ে কাছে ভেলিয়ার নদীতে যায় হাতিটি। সেখানে মুখ ও শুঁঢ় জলে দিয়ে কিছুটা যন্ত্রনা লাঘব করার চেষ্টা করে সে। হাতিটির ওই অবস্থা দেখে স্থানীয়রা বনদফতরকে খবর দেয়। কিন্তু ততক্ষণে দেরি হয়ে গিয়েছে। পশুচিকিত্সকরা সেখানেই পোস্টমর্টেম করে হাতিটির। সেটায় বোঝা যায় যে হাতিটি গর্ভবতী ছিল। পরে জঙ্গলেই হাতিটাকে সমাধিস্থ করা হয়।
কে বা কারা এই হাতিটিকে মারল, সেটা জানতে ৫০ হাজার নগদ মূল্য দেওয়ার কথা বলেছে হিউমেন সোশ্যাইটি ইন্টারন্যাশনাল। পুরো ঘটনাটি প্রকাশ্যে আসে যখন বনদফতরের অফিসার মোহন কৃষ্ণন হাতিটির জল সমাধির কাহিনি তুলে ধরেন। তিনি বলেন হাতিটি যেভাবে কষ্ট পেয়েছে, সেরকম তাঁর পেশাদারি জীবনে আগে কখনো দেখেননি। এই ঘটনা ঝড় তুলেছে সোশ্যাল মিডিয়ায়। রণদীপ হুডা, শ্রদ্ধা কাপুর সহ অনেকেই নিজেদের বেদনার কথা ব্যক্ত করেছেন।