East Bengal FC signed Mark Zothanpuia: মূলত মিডফিল্ডার হলেও, জোথানপুইয়া লেফট ব্যাক, লেফট উইং ব্যাক, ডিফেন্সিভ মিডফিল্ডার এবং সেন্টার ব্যাকেও খেলতে পারেন। তাঁর দুরন্ত গতি রয়েছে। যা প্রতিপক্ষকে চাপে ফেলতে পারে। হায়দরাবাদ এফসি থেকে ২১ বছরের মিজো মিডফিল্ডারকে তিন বছরের চুক্তিতে দলে নিল ইস্টবেঙ্গল।