পয়লা এপ্রিল সৃজিত মুখোপাধ্যায়ের আসন্ন ছবি 'কিলবিল সোসাইটি'র ট্রেলার লঞ্চের অনুষ্ঠান ছিল। বাংলা নববর্ষের আবহে ১১ এপ্রিল মুক্তি পাবে ছবিটি। তবে কেবল ট্রেলার লঞ্চ নয়, এদিন ইন্ড্রাস্ট্রির 'ফার্স্ট বয়' সৃজিতের বিনোদন জগতে ১৫ বছরের পথ চলারও উদযাপনও করা হয়।