Xiaomi 11T Pro 5G: চলতি উৎসবের মরসুমে, Xiaomi-র বিভিন্ন স্মার্টফোনেই ছাড় পাবেন। আগের তুলনায় বেশ কিছুটা কম খরচে 11T Pro 5G কিনতে পারবেন।
শাওমি 11T Pro 5G । ছবি: শাওমি
গত সপ্তাহেই ভারতে 5G চালু করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তারপর Bharti Airtel এবং Reliance Jio দেশের কিছু অংশে 5G পরিষেবা চালু করেছে। ফলে, প্রাথমিক পর্যায়ে থাকা শহরগুলির নির্দিষ্ট সংখ্যক ফোনে ৫জি নেটওয়ার্ক আসতে শুরু করেছে। ফলে এটিই 4G থেকে 5G ডিভাইসে স্যুইচ করার আদর্শ সময়। চিনা স্মার্টফোন নির্মাতা Xiaomi-ও সেই বাজার ধরতে চাইছে। শাওমি তার 11T Pro 5G স্মার্টফোনে বড়সড় ডিসকাউন্টের ঘোষণা করেছে। আরও পড়ুন : Jio 5G-এর ট্রায়াল শুরু! বিনামূল্যে হাইস্পিড ডেটা, কীভাবে পাবেন?
উত্সবের মরসুমে Xiaomi-র অফার
চলতি উৎসবের মরসুমে, Xiaomi-র বিভিন্ন স্মার্টফোনেই ছাড় পাবেন। আগের তুলনায় কিছুটা কম খরচে 11T Pro 5G কিনতে পারবেন। 12GB RAM এবং 256GB ইন্টারনাল স্টোরেজ ভেরিয়েন্টের দাম ৩৪,৯৯৯ টাকা থেকে শুরু হচ্ছে। তবে এই সেলে ৭,৪০০ টাকার ইনস্ট্যান্ট ডিসকাউন্ট পাবেন। শর্ত একটিই, ব্যাঙ্ক অফ বরোদা (BOB)-র ক্রেডিট/ডেবিট কার্ড থেকে পেমেন্ট করতে হবে।