মাত্র ৯৯৯ টাকার ফোনে মিলবে ইন্টারনেট পরিষেবা। ফোর'জি পরিষেবা-সহ নয়া জিয়ো ভারত (JioBharat V2 4G) ফোন আনল রিলায়েন্স জিয়ো। যা ইন্টারনেট পরিষেবা-যুক্ত সবথেকে সস্তার ফোন বলে দাবি করা হয়েছে। শুধু তাই নয়, জিয়োর তরফে দাবি করা হয়েছে, নতুন ফোনে মাসিক প্ল্যানের খরচও অনেকটা কম হবে। ৩০ শতাংশ কম খরচেই মাসিক প্ল্যান রিচার্জ করতে পারবেন গ্রাহকরা। সেইসঙ্গে অন্যান্য টেলিকম সংস্থার থেকে সাতগুণ বেশি ডেটা প্রদান করা হবে। আপাতত সেই ফোনের বিটা ট্রায়াল চলবে। আগামী শুক্রবার (৭ জুলাই) থেকে প্রথম ১০ লাখ JioBharat ফোনের বিটা ট্রায়ালের প্রক্রিয়া শুরু করা হবে। যা দেশের ৬,৫০০ তেহসিলে চলবে বলে জানানো হয়েছে।
আরও পড়ুন: Jio-র সঙ্গে টেক্কা দিতে এবার মোবাইলে এশিয়া কাপ ও বিশ্বকাপ বিনামূল্যে দেখাবে Hotstar
সোমবার একটি বিবৃতিতে রিলায়েন্স জিয়োর চেয়ারম্যান আকাশ আম্বানি বলেন, ‘ছয় বছর আগে যখন জিয়ো আনা হয়েছিল, তখন আমরা একটি জিনিস স্পষ্ট করে দিয়েছিলাম যে দেশের প্রতিটি ভারতীয়ের কাছে ইন্টারনেট পৌঁছে দিতে এবং প্রত্যেক ভারতীয়ের কাছে প্রযুক্তি পৌঁছে দিতে যাবতীয় চেষ্টা করবে রিলায়েন্স জিয়ো। কিছু নির্দিষ্ট সংখ্যক মানুষের কাছে আর প্রযুক্তি আর সীমাবদ্ধ নেই।’ সঙ্গে তিনি বলেছেন, 'জিয়ো যে উদ্ভাবনী উদ্যোগ নিয়েছে, সেটার কেন্দ্রবিন্দুতে আছে নয়া জিয়ো ভারত ফোন।'
আরও পড়ুন: Jio Prepaid Plan: বারবার রিচার্জ করার ঝক্কি শেষ! রইল ধামাকা প্ল্যান
JioBharat ফোনের বিভিন্ন প্যাকেজের খরচ কত পড়বে?
জিয়ো ভারত ফোনের দাম পড়ছে ৯৯৯ টাকা। মাসিক প্ল্যানেন জন্য ১২৩ টাকা দিতে হবে গ্রাহকদের। বার্ষিক প্ল্যানের খরচ পড়বে ১,২৩৪ টাকা। দুটি প্ল্যানেই আনলিমিটেড ভয়েস কলিং এবং মাসে ১৪GB ডেটা মিলবে বলে জিয়োর তরফে জানানো হয়েছে। যেখানে অন্যান্য টেলিকম সংস্থায় মাসিক ১৭৯ টাকার প্ল্যান আছে। তাতে দু'জিবি ডেটা পাওয়া যায়।