বৃহস্পতিবার, 24 জুন লঞ্চ হল Realme Narzo 30 । রিয়েলমির Narzo সিরিজের স্মার্টফোনের লাইনআপ-এ এটি সবচেয়ে নতুন ফোন। একই সঙ্গে এদিন প্রকাশিত হল Realme Narzo 30 5G-ও।দুটিতেই থাকছে 5000 mAh-এর ব্যাটারি।তাছাড়া থাকছে 30 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টের সুবিধাও। ফলে শেষ হয়ে এলেও দ্রুত চার্জ দিয়ে নেওয়া যাবে। ফলে একটানা বহুক্ষণ ব্যবহারের জন্য এটি আদর্শ।আর একটানা ব্যবহারের কথা বললেই গেমারদের কথা মাথায় আসে। সেক্ষেত্রে জানিয়ে রাখি, Realme Narzo 30-র বেস ভেরিয়েন্টেই থাকছে 4 জিবি RAM । সেই সঙ্গে MediaTek-এর Helio G95 প্রসেসর। ফলে সদ্য প্রকাশিত Battlegrounds Mobile India-র মতো গেম খেলতে খুব বেশি সমস্যা হবে না।এক নজরে দেখে নিন Realme Narzo 30-র স্পেসিফিকেশান ( Realme Narzo 30 Specifications ) :RAM : 4 /6 GBInternal Memory : 64 /128 GBProcessor : MediaTek Helio G95ব্যাটারি : 5000 mAh (30w ফাস্ট চার্জিং)ডিসপ্লে : 6.5-inch HD+(1080X2400 পিক্সেল)রিয়ার ক্যামেরা : 48+2+2 MPফ্রন্ট ক্যামেরা : 16 MPসফটওয়্যার : Android 11 ভিত্তিক Realme UI 2.0USB : Type C portদাম (Realme Narzo 30 Price In India) : Realme Narzo 30-র দাম 12,499 টাকা (4GB+64GB) । অন্যদিকে 6GB+128GB ভেরিয়েন্টের দাম 14,499 টাকা। তবে দুটিতেই প্রথম সেলে পাবেন 500 টাকার ছাড়।কবে থেকে বিক্রি শুরু?আগামী ২৯ জুন রাত ১২টা থেকে বিক্রি শুরু। কিনতে পারবেন Realme-র অফিসিয়াল ওয়েবসাইট, Flipkart এবং অফলাইন দোকান থেকে।