একসঙ্গে তিনটি নতুন বাজারে আনল OnePlus। দুটি নতুন স্মার্টফোন এবং একটি ট্রু ওয়্যারলেস ইয়ারবাডস।
দুটি নতুন ফোন, OnePlus 10R এবং Nord CE 2 Lite। দুটিই 5G এনাবেলড স্মার্টফোন। অন্যদিকে হেডফোনটি Nord বাডস সিরিজের অধীনে লঞ্চ করা হয়েছে। গত ২৮ এপ্রিল মোর পাওয়ার টু ইউ' ইভেন্ট চলাকালীন এগুলি প্রকাশ করা হয়েছিল।
OnePlus 10R-তে রয়েছে 150W ফাস্ট চার্জার। এটিই প্রথম ফোন যাতে এত বেশি ফাস্ট চার্জিং দেওয়া হচ্ছে। অন্যদিকে Nord CE 2 Lite-এ মিড-সেগমেন্টেই 120Hz রিফ্রেশ রেটের মতো ফিচার্স পাবেন। এর সবশেষে Nord Buds TWS সেগমেন্টে এবং বাজেটের মধ্যে OnePlus-এর আরও একটি অপশন দেবে।
OnePlus 10R, Nord CE 2 Lite এবং Nord Buds কোম্পানির ওয়েবসাইট এবং অফলাইন স্টোরের মাধ্যমে Amazon-এর মাধ্যমে কেনা যাবে।
OnePlus Nord CE 2 Lite 5G
OnePlus Nord সিরিজের নবতম সংযোজন OnePlus Nord CE 2 Lite 5G। এটি Oxygen OS 12.1 দ্বারা চালিত। OnePlus Nord CE 2 Lite-এ ৮GB পর্যন্ত RAM এবং ১২৮GB ইন্টারনাল স্টোরেজ পাবেন। সেই সঙ্গে কোয়ালকম স্ন্যাপড্রাগন 695 চিপসেট।