Double Decker Bus: ফিরল নস্টালজিয়া, ঝাঁ চকচকে দোতলা বাসের উদ্বোধন গডকড়ির, রাস্তায় নামবে ৯০০ বাস! Updated: 19 Aug 2022, 12:46 PM IST Soumick Majumdar অশোক লেল্যান্ডের বৈদ্যুতিক যানবাহন তৈরির সংস্থা সুইচ মোবিলিটি। তারাই এই বাস তৈরি করেছে। কেন্দ্রীয় সড়ক পরিবহন মন্ত্রী বলেন, এই আত্মনির্ভর ভারতের দৃষ্টিভঙ্গি বজায় রেখে এই উদ্যোগ। আগামিদিনে পরিবেশবান্ধব পরিবহন ব্যবস্থার একটি উপায় এটি।