
Betvisa
6.88% Weekly Cashback on 2025 IPL Sports
মাঝে মাঝেই মহাকাশ থেকে পৃথিবীর অসাধারণ সব ছবি তোলে নাসা (National aeronautics and space administration)। এবারেও তেমনই কিছু ছবি তুলে ইনস্টাগ্রামে পোস্ট করল নাসা। নাসার পাশাপাশি আইএসএস অর্থাৎ ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন (International Space station) এই দিন কিছু ছবি শেয়ার করেছে তাদের ইনস্টায় (Instagram photo)। এককথায় ছবিগুলি নজরকাড়া। সেই ছবিগুলি রীতিমতো ভাইরাল হয়েছে নেটিজেনদের মধ্যে। কমেন্ট সেকশনও ভরে উঠেছে চমকে দেওয়ার মতো মন্তব্যে।
(আরও পড়ুন: JioTV দেখতে এবার টাকা লাগবে, জানুন Premium সাবস্ক্রিপশনের অফার ও প্ল্যান)
যেমন চলতি বছরের জানুয়ারি মাসের একটা ছবির কথা না বললেই নয়। চলতি বছরের গোড়ায় আন্টার্কটিকায় একটি বরফখণ্ড ভেঙে বেরিয়ে আসে ব্রুন্ট আইস সেলফ থেকে। প্রায় ১৫৫০ বর্গকিমি আয়তন ছিল জি বরফখণ্ডের। যা আদতে নিউ ইয়র্ক শহরের দ্বিগুণ। ২৬ জানুয়ারি নাসা ওই ছবি শেয়ার করে তাদের ইনস্টাগ্রাম প্রোফাইলে। A-81 নামের বরফখন্ডটি ভেঙে বেরিয়ে আসে সমুদ্রে মিশে যায়।
(আরও পড়ুন: এক রকম নয়, ৪ উপায়ে ধ্বংস হতে পারে পৃথিবী! জানিয়ে দিলেন বিজ্ঞানীরা)
অন্য আরেক পোস্টে অস্ট্রেলিয়া বিখ্যাত সমুদ্র উপকূল এইটটি মাইল বিচের ছবি তুলেছে নাসা। তার পাশেই ছিল আরেকটি জলাভূমি — মানদোরা সল্ট মার্শ। ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন থেকে আর্থক্যাম (EarthCAM) ক্যামেরা দিয়ে এই ছবি তোলা হয়। ছবিটিতে দেখা যায়, সমুদ্রের জল এক জায়গায় এসে মিলিয়ে যাচ্ছে। সেখানেই ঘন বাদামি রঙের সৈকত শুরু হচ্ছে।
অগস্ট মাসের শেষে ওই ছবিটি শেয়ার করা হয়। নাসার শেয়ার করা ছবিতে দেখা যায় পৃথিবীর এক মনভোলানো রূপ। তবে তা তোলা হয় মহাকাশযান স্পেসএক্সের জানালা থেকে।
সূর্যগ্রহণ কেমন তা তো সবাই জানেন কমবেশি। কিন্তু মহাকাশ থেকে পৃথিবীর সূর্যগ্রহণ কেমন লাগে। ইনস্টাগ্রামে সেই ছবি শেয়ার করেছে নাসা। পৃথিবীর একটা অংশ ছায়ায় ঢেকে গিয়েছে ওই ছবিতে।
দুই মেরুর অরোরার আলো তো পৃথিবীর বুক থেকে দেখা যায়। যারা উত্তর মেরুতে (north pole) গিয়েছেন, তারা দেখে থাকবেন। তবে মহাকাশ থেকে এই অরোরার রূপ অপার্থিব। ইনস্টাগ্রামের ছবি (instagram photo) দেখলেই তা ঠাহর হবে।
6.88% Weekly Cashback on 2025 IPL Sports