রবিবারই ভারতে নতুন মিড-সাইজ SUV আনছে Maruti Suzuki
1 মিনিটে পড়ুন Updated: 01 Jul 2022, 07:08 PM IST- গাড়িটি মিড-সাইজড SUV হবে বলে জানা গিয়েছে। চলতি মাসের তৃতীয় সপ্তাহে গাড়িটির প্রকাশ হতে চলেছে।
মারুতি সুজুকি গত কয়েক বছর ধরেই সাব-কমপ্যাক্ট এসইউভির বাজার কাঁপাচ্ছে। সাব-কমপ্যাক্ট সেগমেন্টে ব্রেজার ভালোই বিক্রি। বৃহস্পতিবার নতুন Brezza 2022-ও লঞ্চ করেছে মারুতি সুজুকি।
এ বিষয়ে মারুতি সুজুকি ইন্ডিয়া লিমিটেডের(MSIL) সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর(মার্কেটিং অ্যান্ড সেলস) শশাঙ্ক শ্রীবাস্তব বলেন, 'খবরটা সত্যি। আমরা জুলাইয়ের তৃতীয় সপ্তাহে আমাদের মিড-সাইজ এসইউভি লঞ্চ করছি। অগস্টে গাড়িটির উত্পাদন শুরু হবে। এই সেগমেন্টটি বেশ বড়, মোট বাজারের প্রায় ১৮%।'
তিনি আরও বলেন, 'নন-এসইউভি সেগমেন্টে মারুতির বাজার শেয়ার প্রায় ৬৭%। কিন্তু যদি দেশের সামগ্রিক গাড়ির বাজার দেখেন, সেখানে ৫০%-এরও কম বাজার মারুতির দখলে রয়েছে। এর প্রধান কারণ এটাই যে, এসইউভি-র সেগমেন্টে আমাদের বাজার দখল কম।'
তিনি আরও বলেন, 'এন্ট্রি-লেভেল এসইউভি সেগমেন্টে আমাদের ব্রেজা এক নম্বরে আছে। কিন্তু মিড-এসইউভি সেগমেন্টে আমাদের একটু জোর দেওয়া প্রয়োজন। পুরো বাজারে দেখলে, আমাদের মাত্র ২টি এসইউভি আছে, এস-ক্রস ও ব্রেজা। অন্যদিকে গোটা বাজারে মোট ৪৮টি এসইউভি রয়েছে। ফলে বাজার দখল পেতে হলে আমাদের এসইউভি-র সংখ্যা বাড়াতে হবে'