আরেকটু হলেই হাওয়া হয়ে যেত ৯০০ পাউন্ড(প্রায় ৯০,৫০০ টাকা)। বাঁচিয়ে দিল একটি প্রশ্ন। ঘটনাটি ব্রিটেনের। মাইকেল গ্রিফিত্স নামের এক ব্যক্তি জানান, তাঁর হোয়াটসঅ্যাপে একটি নতুন নম্বর থেকে হঠাত্ মেসেজ আসে। তাতে লেখা, 'আমি সোফি(মাইকেলের সত্ মেয়ের নাম)। আমার ফোনটা হারিয়ে গিয়েছে। এটা একটা পুরনো নম্বর। আমাকে এক্ষুণি একটা বিল পেমেন্ট করতে হবে। ফোনে ব্যাঙ্কিং অ্যাপটা কাজ করছে না। তুমি আমাকে ৯০০ পাউন্ড একটু পাঠাতে পারবে?'বিষয়টায় সন্দেহ হয় মাইকেলের। প্রথমে ভাবেন সত্ মেয়ের নম্বরে ফোন করবেন। কিন্তু তারপর ঠিক করেন, পাল্টা চাল দেওয়া যাক। তিনি প্রশ্ন করেন, 'সোফি... তোমার মধ্যনামটা কী যেন?' এই প্রশ্ন শুনেই থতমত খেয়ে যায় হোয়াটসঅ্যাপ প্রতারক। মাইকেল জানান, 'আসলে এটা তুমিই কিনা, তা নিশ্চিত করতে চাই।'এরপর থেকে আর রিপ্লাই করেনি ঠগবাবাজী। মাইকেলের মগজাস্ত্রের ঘায়ে কুপোকাত হয়ে গেছেন তিনি। মাইকেলের সত্ ছেলে এই চ্যাটের স্ক্রিনশট শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়ায়। তাহলে দেখলেন তো! শুধু মেসেজ পেয়েই কাউকে বিশ্বাস করবেন না। ফোন করে বা অন্যভাবে যাচাই করে নিন।