ইউটিউব (YouTube) বিশ্বের অন্যতম জনপ্রিয় একটি ভিডিয়ো স্ট্রিমিং প্ল্যাটফর্ম। বিশ্বে ইউটিউব ব্যবহারকারীর সংখ্যা ২০০ কোটিরও বেশি। অনেকের কাছে ইউটিউব যেমন বিনোদনের মাধ্যম, আবার অনেকের কাছে আয়ের অন্যতম উৎস। ইউটিউব ব্যবহারকারীদের সুবিধার জন্য ইউটিউব একটি নতুন ফিচার লঞ্চ করতে চলেছে। যেখানে ইউটিউব ব্যবহারকারীরা গুনগুন করে গান করে সেই গানটি খুঁজতে পারবে। ইউটিউবের এই নতুন ফিচারটি অ্যাপেলের সঙ্গীত সংক্রান্ত অ্যাপ শাজাম (Shazam)-এর সাথে প্রতিযোগিতায় নামাবে ইউটিউবকে।
(আরও পড়ুন: ‘যেকোনও জায়গা থেকে আসতে পারে আঘাত’, ল্যান্ডার-রোভারের সম্ভাব্য বিপদ নিয়ে কী বললেন সোমনাথ?)
এবার থেকে গুনগুন করে গাইলেই খুঁজে পাওয়া যাবে গান। এরকম একটি নতুন ফিচার আনতে চলেছে ইউটিউব। কি বিশ্বাস হচ্ছে না? ফিচারটি ব্যবহার করে ইউটিউব ব্যবহারকারীরা কোনও গান খুব সহজেই খুঁজে পাবেন। আমরা অনেক সময় কোনও গান শুনি কিন্তু তার লিরিক্স মনে থাকে না, পরে সেই গানটি খুঁজে পেতে আমাদের সমস্যা হয়। আবার কোনও কোনও সময় আমরা গানের লিরিক্স মনে করতে পারি না। এই কথা মাথায় রেখেই এই নতুন ফিচারটি অনতে চলেছে ইউটিউব। এখন দেখায় এই ফিচারটি বিনামূল্যের সংস্করণেই ব্যবহারকারীরা পাবেন, নাকি এরজন্য বিশেষ সাবস্ক্রিপশন লাগবে? এর জন্য অপেক্ষা করতেই হচ্ছে।
(আরও পড়ুন: Modi - Xi Jinping Meet: প্রকৃত নিয়ন্ত্রণরেখাকে সম্মান করুন, জিনপিংকে বার্তা মোদীর, দ্রুত সমস্যা মেটাতে রাজি দুই নেতা)